কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৫ মার্চ) ভোরে উখিয়ার বালুখালী ৮ নম্বর ক্যাম্পে ঘটনাটি ঘটে।
নিহত রশিদ একই ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি একটি এনজিও অফিসের নৈশপ্রহরী ছিলেন।
আরও পড়ুন: মিয়ানমারের প্রতিনিধিদল টেকনাফে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বেসরকারি সংস্থার (এনজিও) অফিসে রাতে পাহারার কাজ শেষ করে ঘরে ফিরছিলেন রশিদ। এসময় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।