বিশ্বকাপের চলমান আসরে উড়ন্ত শুরু করেও টানা তিন ম্যাচ হেরে এক ঝটকায় মাটিতে নেমে এসেছে পাকিস্তান। ফাইনাল খেলার স্বপ্ন দেখা দলটির সেমিফাইনালে যাওয়ার পথই এখন হুমকির মুখে। তবুও আশা হারাচ্ছে না পাকিস্তান। এমনটাই জানিয়েছেন দলের সহ-অধিনায়ক শাদাব খান।
গতকাল (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এসে শাদাব বলেন, ‘আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিছুতেই ভালো করতে পারছি না। বিশ্বকাপের আগে যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারছি না বিশ্বকাপে। তবে বিশ্বাসটা ধরে রাখা জরুরি। বিশ্বাস থাকলে মিরাকলও ঘটে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে হারানোর কিছু নেই পাকিস্তানের। বরং নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে জয় পেতে চান জানিয়ে শাদাব আরও বলেন, ‘এমন বাঁচা-মরার লড়াইয়ে আমার মনে হয় চাপটা আরও কম থাকে। কারণ এখন আমাদের হারানোর কিছু নেই।’
নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা পাকিস্তান শেষ তিন ম্যাচে হেরেছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে। সেমিফাইনালে যেতে হলে জিততে হবে বাকি ৪ ম্যাচ। এদিকে দুর্দান্ত ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচের মধ্যে চারটিই জিতেছে তারা।
পয়েন্ট টেবিলে পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। কাগজে-কলমে সেমির আশা এখনো শেষ হয়ে যায়নি। সমীকরণের হিসেবে এখনো শেষ চারে যাওয়া সম্ভব। চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল।