খেলাধুলা

অধিনায়কত্বের ‘দোলাচল’ শেষ হবার পথে?

‘বিশ্বকাপের পর একদিনও অধিনায়কত্ব করবো না।’-গত বছর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিজের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে সাকিব আল হাসানের বক্তব্য ছিল এমন। সাকিব কেবল ওয়ানডের কথা বললেও টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব চালিয়ে যাবেন কিনা তা নিশ্চিত করে বলেননি। 

ওয়ানডেতে সাকিব অধিনায়কত্ব পেয়েছিলেন আচমকা। তামিম ইকবাল হুট করে বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়ায় সাকিবকে বেছে নেয় বিসিবি। এর আগে মুমিনুল হক টেস্ট থেকে সরে যাওয়ায় তাকে আর্মব্যান্ড দেয় বিসিবি। ঠিক একইভাবে মাহমুদউল্লাহর পরিবর্তে সাকিব পেয়ে যান টি-টোয়েন্টি অধিনায়কত্ব। ২০১১ সালের পর সাকিব আবার তিন ফরম্যাটে অধিনায়ক। কিন্তু সামনে তাকে অধিনায়ক হিসেবে দেখা যাবে কিনা তা নিয়ে বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে। 

বিপিএলে সাকিব খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। এ দলের অধিনায়কত্ব অবশ্য নেননি তিনি। বিপিএলের পরপরই দেশের মাটিতে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পহেলা মার্চ লঙ্কানরা বাংলাদেশে আসবে। সাকিবকে অধিনায়ক হিসেবে দেখা যাবে কিনা জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি। বরং নিজের সিদ্ধান্ত বোর্ডের সঙ্গে আলোচনা করে জানাবেন বলেছেন, ‘বোর্ডের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত কোনো আলাপ হয়নি।’

বিশ্বকাপের পর বাংলাদেশ ঘরের মাঠে নিউ জিল্যান্ডেকে আতিথেয়তা দিয়েছিল এবং পরবর্তীতে নিউ জিল্যান্ড সফর করেছিল। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বকাপে সাকিবের ডেপুটি থাকা নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে টেস্টে, তাদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারায় বাংলাদেশ। যেখানে শান্তর নেতৃত্ব প্রশংসিত হয়েছে সর্বত্র। 

ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তায় দীর্ঘমেয়াদে পরিকল্পনায় শান্তকে অধিনায়ক হিসেবে বিবেচনা করার কথা বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নিউ জিল্যান্ড সিরিজের পরপর হাথুরুসিংহে বলেছিলেন, ‘আমার মনে হয় তারা (বিসিবি) বেশ ভালোভাবেই (লম্বা সময়ের জন্য) চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ করেছে, তাকে গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য।’

সাকিবের অনুপস্থিতিতে শান্ত বেশ ভালোভাবে দল পরিচালনা করেছেন। মাঠের ক্রিকেটে ম্যাচিউরিটির পরিচয় দিয়েছেন। মাঠের বাইরেও দায়িত্ব সামলেছেন সিদ্ধহস্তে। এজন্য সাকিবকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বোর্ড। ভবিষ্যতের ভাবনায় শান্ত যে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন তা জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন, ‘শান্ত ওয়ানডের পাশাপাশি টেস্টেও ভালো অধিনায়কত্ব করেছে। তিন ফরম্যাটই তো আমরা দেখেছি, সে ভালো করেছে। নিশ্চিতভাবে সামনের পরিকল্পনায় শান্তর কথা সবার মাথায় আসবে। আমাদের জন্য খুব স্বাভাবিক। যেহেতু সে ভালো করেছে। আমার মনে হয়, লং টার্মের জন্য হলে শান্ত ভালো হবে। সবকিছু নির্ভর করছে আমাদের পরিকল্পনার উপরে। আমাদের কোচ আসুক। টিম ম্যানেজমেন্ট আছে, বোর্ড আছে।’

জালাল ইউনুস যোগ করেছেন, ‘সাকিব অধিনায়ক ছিল আমাদের। যেহেতু শান্ত মাঝে করেছে, তো সাকিবের সঙ্গে এখন আমরা বসতে চাইবো। ওরও নিশ্চয় কোনো পরিকল্পনা থাকতে পারে। সেটা জানি না।’

অধিনায়কত্বের দোলাচল লম্বা সময় ধরে চলছে বাংলাদেশ ক্রিকেটে। শ্রীলঙ্কা সিরিজের আগেই যা শেষ করতে চায় দুই পক্ষ। বিপিএল ঢাকায় ফিরলে আলোচনায় বসার কথাও রয়েছে। এদিকে ২০২৪ সালে বাংলাদেশ রেকর্ড ১৪টি টেস্ট খেলবে। সাদা পোশাকে এ বছর নিজেদের প্রমাণের ভালো সুযোগ দেখেন সাকিব।

চলতি বছরের টেস্ট সিরিজ নিয়ে সাকিব বলেন, ‘আমরা টেস্টেও ভালো শুরু করেছি (নিউ জিল্যান্ডের বিপক্ষে বছর শেষে টেস্ট জয়)। এ বছর অনেক টেস্ট আছে। সবাই যেন ভালো খেলতে পারে। বেশি টেস্ট ম্যাচে জিততে পারলে আমাদের ভালো হবে। টেস্টে নিজেদের প্রমাণের একটা ভালো সুযোগ থাকবে।’