খেলাধুলা

এমসিসির আজীবন সম্মাননা পেলেন অ্যান্ডারসন

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব, লর্ডস ক্রিকেট মাঠের স্বত্বাধিকারী ও ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ‘অনারারি’ আজীবন সদস্য হয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন।

শুক্রবার (১২ জুলাই, ২০২৪) লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অ্যান্ডারসনের বিদায়ী টেস্টের পর তার হাতে সদস্যপদ ও সম্মাননা তুলে দেন এমসিসির প্রেসিডেন্ট মার্ক নিকোলাস। এই ম্যাচ দিয়ে জেমস অ্যান্ডারসন ২১ বছরের বর্ণ্যাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনদিনেই এক ইনিংস হাতে রেখে জয় পেয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে মাঠে নামার আগে ৭০০ টেস্ট উইকেট নিয়ে অ্যান্ডারসন উইকেট শিকারির তালিকায় তিনে ছিলেন। টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে উইকেট নেওয়ার তালিকার সবার উপরে ছিল তার নাম। দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়ে অ্যান্ডারসন নিজেকে নিয়ে গেলেন আরেকটু উচ্চতায়। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে থামলেন সর্বকালের অন্যতম সেরা পেসার।

তার বিদায়ী টেস্টেই তাকে বিশেষ সম্মাননা দিলো এমসিসি।