খেলাধুলা

হাওয়া বদলে ‘বিদ্রোহী’ উপেক্ষিতরা!

সরকার পতনের প্রভাব পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনেও। আওয়ামী লীগ সমর্থিত সংগঠকদের দেখা মিলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এরই মধ্যে বিসিবিতে পরিবর্তনের স্লোগান উঠেছে। ক্রিকেট সংগঠকের ব্যানারে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মানববন্ধন করেছেন বিভিন্ন ক্লাব কর্মকর্তারা। এছাড়া গেল কয়েকদিন ধরেই রাজনৈতিক স্লোগান অব্যাহত রয়েছে মিরপুরের হোম অব ক্রিকেটে।

এর মধ্যেই শুরু হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলন। মুশফিক, মুমিনুল, মিরাজ, হাসান মাহমুদরা আগামীকাল উড়াল দেবেন পাকিস্তানের উদ্দেশ্যে। ক্রিকেটারদের এক পক্ষ যখন নতুন কিছুতে অভ্যস্ত হয়ে উঠার লড়াইয়ে আছেন তখন আরেক পক্ষ মাঠের বাইরে ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন। ১৬ বছরের লম্বা ক্যারিয়ারে ৩৯ টেস্ট খেলা ইমরুল কায়েসের বিরক্তিটাই যেন সবচেয়ে বেশি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সুযোগ না পাওয়ায় বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে হতাশা, ক্ষোভের কথা বলে এসেছেন ইমরুল। এখন তার দাবি, নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড দেশের ক্রিকেটের ক্ষতি করেছে। কর্মকর্তারা ক্রিকেটারদের জীবন ধ্বংস করেছেন। ক্ষমতার কালো থাবা থেকে বিসিবি মুক্ত করার দাবি তার।

ইমরুল বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই।’

বিসিবি পরিচালনার জন্য তারুণ্য নির্ভর নেতৃত্বের প্রত্যাশা করছেন ইমরুল, ‘তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যত, তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট।’

মিরপুর হোম অব ক্রিকেটেচলছে রাজনৈতিক স্লোগান।

একই রকম দাবি পেসার রুবেল হোসেনের, ‘শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। একইভাবে চন্ডিকা হাথুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করা দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।’

খেলোয়াড়দের নূন্যতম সম্মান করা হয় না উল্লেখ করে ইমরুল লিখেছেন, ‘সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সবাই জানেন। কতো খেলোয়াড়ের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা, শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না।’

রুবেলও বলছেন একই কথা, ‘গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়।’