রিয়ালের গোলপোস্টে অনেকদিন ধরেই আস্থা ও ভরসার প্রতীক হয়ে আছেন আন্দ্রে লুনিন। গেল মৌসুমে লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বেশ ভূমিকা রেখেছেন ইউক্রেনের এই গোলরক্ষক। এবার তার সঙ্গে দীর্ঘ সময়ের জন্য গাঁটছড়া বাঁধলো রিয়াল। আরও ৬ বছরের জন্য মাদ্রিদের ক্লাবটিতে থাকছেন লুনিন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে লুনিনের সঙ্গে চুক্তি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে রিয়াল। তারা জানায়, ২০৩০ সালের জুন পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সঙ্গেই থাকছেন ২৫ বছর বয়সী লুনিন। চলতি মৌসুম পর্যন্তই লুনিনের সঙ্গে পূর্বের চুক্তি ছিল রিয়ালের।
২০১৮ সালে তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমান লুনিন। প্রথম দুই মৌসুমে ধারে খেলেন লা লিগার দুই দল লেগানেস ও রিয়াল ভায়াদলিদে। ২০২০-২১ মৌসুমে আবার ফেরেন রিয়ালে। এরপর থিবো কোর্তোয়ার ইনজুরির সুযোগে নিজেকে প্রমাণ করে পাকাপোক্তভাবে জায়গা করে নেন নিয়মিত একাদশে।
এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে ৪৮ ম্যাচ খেলে ১৬টি ম্যাচে জাল অক্ষত রেখেছেন লুনিন। স্পেনের ঐতিহ্যবাহী দলটির হয়ে জিতেছেন দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা। সব মিলিয়ে ১০টি শিরোপা জিতেছেন লুনিন।