খেলাধুলা

যত রেকর্ড হলো ভারতের বিধ্বংসী ইনিংসে

কানপুর টেস্টের আড়াই দিন বৃষ্টিতে ভেসে যায়। খেলা বাকি থাকে কেবল দুইদিন। শেষ দুইদিনে এই টেস্ট জেতার কথা হয়তো কেউ ভাবেনি। কিন্তু ভারত ভেবেছে, ভেবেছে তাদের অধিনায়ক রোহিত শর্মা।

তাইতো বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন তারা। টেস্ট ক্রিকেটে তাদের মারমুখী ব্যাটিং হার মানায় টি-টোয়েন্টিকেও। দ্রুততম পঞ্চাম, দ্রুততম এক’শ, দেড়’শ, দুই’শসহ বেশ কিছু রেকর্ড হয়েছে ৩৪.৪ ওভারে ভারতের করা ২৮৫ রানের ইনিংসে। চলুন সেগুলোতে চোখ বুলিয়ে নেওয়া যাক।

১. ভারত মাত্র ১০.১ ওভারে ১০০ রান করে। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রাপ্ত ডেটা অনুযায়ী দ্রুততম। এর আগে টেস্টে কোনো দল এতো কম বল খেলে দলীয় রান ১০০ পার করতে পারেনি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২.২ ওভারে ভারত ১০০ রান করেছিল। আজ সেটা ভেঙে নতুন রেকর্ড গড়লো তারা।

‘২৪.২’ ১০.১ ওভারে ১০০ অতিক্রম করা ভারত ২০০ ছোঁয় ২৪.২ ওভারে। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। তাদের আগে অস্ট্রেলিয়া ২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৮.১ ওভারে ২০০ রান করেছিল।

শুধু তাই নয়, ভারত আজ দ্রুততম ১৫০ ও দ্রুততম ২৫০ রান করার রেকর্ডও ভেঙে দেয়। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত ২১.১ ওভারে ১৫০ রান করেছিল। আজ ১৫০ করে ১৮.২ ওভারে। আর ২০২২ সালে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ড ২৫০ রান করেছিল ৩৪ ওভারে। আর ভারত আজ ২৫০ রান করে ৩০.১ ওভারে।

‘৩.০’ ভারত আজ মাত্র ৩ ওভার তথা ১৮ বলেই দলীয় ৫০ রান পূর্ণ করে। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি বছরের শুরুতে ইংল্যান্ড ৪.২ ওভারে ছুঁয়েছিল দলীয় ৫০ রানের মাইলফলক।

‘০’ এর আগে ভারত কখনোই ২০ বলের মধ্যে দলীয় রান ৫০ করতে পারেনি। সবশেষ ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ৩.৪ ওভারে ভারত করেছিল ৫০ রাান।

‘৮.২২’ ভারত আজ বাংলাদেশের বিপক্ষে ওভার প্রতি রান তুলেছে ৮.২২ গড়ে। যা সর্বনিম্ন ২০০ বলের খেলা হওয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। ২০২২ সালে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড ৭.৩৬ গড়ে রান তুলেছিল। সেবার ৩৫.৫ ওভারে ইংল্যান্ডের রান হয়েছিল ২৬৪।

‘১৪.৩৪’ ইনিংসের গোড়াপত্তন করতে নেমে উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল ৫৫ রান করেন মাত্র ২৩ বলে। তখন তাদের রান রেট ছিল ১৪.৩৪। পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা সবচেয়ে বেশি রান রেটের দ্রুততম ফিফটি রানের জুটি। এর আগে চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের বেন ডাকেট ও বেন স্টোকস ১১.৮৬ রান রেটে ৫০ রান তুলেছিলেন। উদ্বোধনী জুটিতে তারা দুজন ৪৪ বলে যোগ করেছিলেন ৮৭ রান।

‘৫’ ২৮৫ রানের ইনিংসে ভারতের ৫ জন ব্যাটসম্যান ২০ এর অধিক রান করেছেন ১০০ এর অধিক স্ট্রাইক রেটে। যা পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ স্ট্রাইক রেট। ২০২২ সালে রাওয়ালপিন্ডি টেস্টে ইংল্যান্ড ৫ জন ব্যাটসম্যান ১০০ এর অধিক স্ট্রাইক রেটে বিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন।

‘৯৬’ চলতি বছরে ভারত আটটি টেস্ট খেলে ৯৬টি ছক্কা হাঁকিয়েছে। এক পঞ্জিকাবর্ষে কোনো দলের যা সর্বোচ্চ। এ যাত্রায় তারা ভেঙে দিয়েছে ইংল্যান্ডের রেকর্ড। ২০২২ সালে ইংল্যান্ড এক বছরে ৮৯টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিল।

‘৪’ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র তিন ব্যাটসম্যান কোনো বোলারের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়েছিলেন। আজ খালেদ আহমদের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে সেই তালিকায় জায়গা করে নিয়েছেন রোহিত শর্মাও।

সর্বপ্রথম ১৯৪৮ সালে বার্বাডোজ টেস্টে জিম লেকারের প্রথম দুই বলে ফোফি ইউলিয়ামস ছক্কা হাঁকিয়েছিলেন। এরপর ২০১৩ চীপক টেস্টে নাথান লায়নের দুই বলে ছক্কা মেরেছিলেন শচীন টেন্ডুলকার। আর ২০১৯ রাঁচি টেস্টে জর্জ লিন্ডের বলে পর পর দুই ছক্কা মেরেছিলেন উমেশ যাদব।

‘৪.৫’ বাংলাদেশের পেসার হাসান মাহমুদ আজ ৪.৫ ওভারে ৫০ রান দেন। তার আগে ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রায়েম ক্রেমার ৪.২ ওভারে ও ২০০৪ সালে মুরালি কার্তিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪.৪ ওভারে দিয়েছিলেন ৫০ রান।

‘৩৪.৪’ আজ ৩৪.৪ ওভারে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা দেয় ভারত। যা পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সংক্ষিপ্ত ওভারে ইনিংস ঘোষণা করার নজির। ভারত এর আগে কখনো প্রথম ইনিংসে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করেনি। এটা ছিল সর্বনিম্ন রানে তাদের ইনিংস ঘোষণার নজির।