খেলাধুলা

আবারো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ইমাদ ওয়াসিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকিস্তানি ক্রিকেটারদের অবসর যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। ইমাদ ওয়াসিমের বেলায়ও ব্যতিক্রম হলো না। আবারো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে অবসরের ব্যাপারটা জানান ইমাদ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমাদ লেখেন, “অনেক চিন্তাভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ব মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং সবুজ জার্সি পরার প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয় ছিল।”

জাতীয় দলের হয়ে না খেললেও ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন জানিয়ে ইমাদ আরো লেখেন, “এই অধ্যায়টি (জাতীয় দল) শেষ হলেও আমি ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। আশা করি নতুনভাবে আপনাদের সবাইকে আনন্দ দিতে পারব।” 

এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ৩৫ বছর বয়সী ইমাদ। অবশ্য ২০২৪ সালের মার্চেই আবার অবসর ভেঙে ফিরেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফিরেন।

ইমাদ তার বোলিং অ্যাকুরেসি ও পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি পাকিস্তানের ২০১৯ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। এছাড়া ২০১৬ ও ২০২১ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেরও সদস্য ছিলেন। ২০১৭ সালে জিতেছিলেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এছাড়া ২০০৮ যুব বিশ্বকাপে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন।

২০১৫ সাল থেকে সিনিয়র ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে তিনি কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টিই খেলেছেন। সবশেষ তিনি চলতি বছরের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন টি-টোয়েন্টি। আর সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২০ সালের নভেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে।