হবিগঞ্জ জেলার চুনারুঘাটের চান্দপুর চা বাগানের সাধারণ শ্রমিকরা কাজে যোগ না গিয়ে ফ্যাক্টরির সামনে আন্দোলন করছেন। একইভাবে অন্য শ্রমিকরাও এ কর্মসূচি পালন করছেন বিভিন্ন চা বাগানে অবস্থান নিয়ে।
সাধারণ শ্রমিকদের দাবি, কাজে যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে শ্রমিক নেতারা তাদের কাছে এসে স্পষ্ট করে বলতে হবে। এরপরই তারা কাজে যোগ দেবেন কি দেবেন না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
রোববার (২১ আগস্ট) দিবাগত মধ্যরাত পর্যন্ত মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সঙ্গে বৈঠক হয় চা বাগানের শ্রমিক নেতাদের।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। তিনি আমাদের যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেবো।
কিন্তু সোমবার সকালে হবিগঞ্জের বিভিন্ন চা বাগানে গিয়ে সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ৩০০ টাকা মজুরি ছাড়া কাজে ফিরবেন না।