সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, ‘আমি নায়ক, গায়ক ও অভিনেতা হয়েছি। আমার জীবনের শেষ ইচ্ছা এমপি হবো। এমপি নির্বাচিত হতে পারলে বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে পারবো। তবে যদি এমপি নাও হতে পারি তারপরেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।’
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হিরো আলম বলেন, ‘আমি আওয়ামী লীগ-বিএনপি বা অন্য কোনো দলে যোগদান করিনি। আগামীতে আমি আর স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব না। তবে যে কোনো দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আছে।’
তিনি আরো বলেন, ‘সম্প্রতি আমি দুবাই যাই। সেখানে বসবাসরত প্রবাসীরা আমাকে প্রশ্ন করেছিলেন দেশের বড় দুই রাজনৈতিক দলের নেতার সমাধিতে গিয়েছিলাম কি না? তখন আমি বলেছিলাম জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছি। এ কারণেই আজ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসেছি।’
মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘এটা সভাপতিকে জিজ্ঞাসা করেন।’
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটন বলেন, আমাদের সংগঠনটি এখনও আওয়ামী লীগের অনুমোদন পায়নি। তবে আশা করছি খুব তাড়াতাড়ি সংগঠনটি আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে অনুমোদন পাবে। হিরো আলম ফরম স্বাক্ষর করেছেন। আগামীতে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের হয়ে অংশ নেবেন।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হিরো আলম। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি।
এ সময় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটনসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।