খেলাধুলা

যে কারণে ইউরোর গোল্ডেন বুট পাবেন ৬ ফুটবলার

শেষের দোরগোড়ায় ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪। সুপার সানডেতে স্পেন-ইংল্যান্ড ফাইনালের মহারণে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ের পর্দা নামবে। এর মধ্যে কাটাছেড়া চলছে নানা পুরস্কার নিয়ে। কে এগিয়ে, কে পিছিয়ে এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

যেকোনো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিয়ে থাকে বাড়তি আকর্ষণ। ইউরোর গোল্ডেন বুট পাচ্ছেন কে? এখন পর্যন্ত ৬ জন ফুটবলার সর্বোচ্চ ৩টি করে গোল করেছেন।

এই তালিকায় ফাইনালে ওঠা স্পেন-ইংল্যান্ডের আছেন একজন করে। স্পেনের দানি অলমো আর ইংল্যান্ডের হ্যারি কেনের গোলও ৩টি করে। বলা যায় গোল্ডেন বুটের দৌড়ে আছেন এই দুজন।

অলমো-কেনের মধ্যে যে গোল দিবে গোল্ডেন বুট যাবে তার দখলে। আর এ দুজনের মধ্যে যদি কেউ না গোল না দেয় তাহলে?  

ইউরোর নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে অলমো-কেনের মাঝে কেউ গোল না দিলে গোল্ডেন বুট পাবেন ৬ ফুটবলারই। ফাইনালের অ্যাসিস্ট কিংবা কত সময় খেলেছে এটা হিসেব করা হবে না।  

বাকি চার জন হলেন- নেদারল্যান্ডসের কডি গাকপো, জার্মানির জামাল মুসিয়ালা, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে ও স্লোভাকিয়ার ইভান শ্রানজ।

ইউরোর নকআউটে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ গোল দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছিলেন ইংলিশ অধিনায়ক। এবার কি হবে?