নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আর উপজেলা আওয়ামী লীগের সঙ্গে থাকবেন না বলে জানিয়েছেন।
বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। লাইভে কাদের মির্জা বলেন, ‘অতীতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। প্রশ্নবিদ্ধ আমি আর হতে চাই না। এতদিন আওয়ামী লীগের মির্জা ছিলাম। আওয়ামী লীগের মির্জা আজ থেকে আমি নেই। কোনো শক্তি আমাকে আর আওয়ামী লীগের মির্জা বানাতে পারবে না।’ তবে উপজেলা আওয়ামী লীগের কমিটিকে দূর থেকে সহযোগিতা করবেন বলে জানান।
কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ২নং সদস্য এবং দীর্ঘ ২৭ বছরের বেশি সময় উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত।
ভিডিওয়ের সত্যতা বিষয়ে জিজ্ঞাসা করা হলে কাদের মির্জা বলেন, ‘আমি পদত্যাগ করেছি। আপনি যা শুনেছেন, শতভাগ সত্য শুনেছেন।’ ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানান কাদের মির্জ া।