সারা বাংলা

নিরাপত্তার শঙ্কায় আসামিদের নেওয়া যায়নি আদালতে, হয়নি রিমান্ড শুনানি

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ‘ধর্ষণের’ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের নিরাপত্তার শঙ্কায় রবিবার (৯ মার্চ) আদালতে নিতে পারেনি পুলিশ। এ কারণে রিমান্ড আবেদনের শুনানি হয়নি।

পুলিশ জানায়, আদালতের মূল গেটে বিক্ষোভকারীরা অবরোধ করে রেখেছিল। এ কারণে আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে, ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আজ দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভেতর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে দুপুর আড়াইটার দিকে আদালতের মূল গেটে ছেড়ে তারা ভায়নার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন।

মামলা সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, মামলার মূল অভিযুক্ত শিশুটির বোনের শ্বশুরকে বৃহস্পতিবার (৬ মার্চ) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তখনো মামলা না হওয়ায় আইনি বাধ্যবাধকতার কারণে পরদিন শুক্রবার তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। 

শিশুটির মা শনিবার (৮ মার্চ) মামলা করেন। এখন ধর্ষণের মামলায় প্রথম ওই আসামিকে (বোনের শ্বশুর) গ্রেপ্তার দেখাতে হবে। এজন্য আসামিকে আদালতে হাজির করার বাধ্যবাধকতা আছে। এ ছাড়া তিনিসহ অন্য আসামিদের রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করার বাধ্যবাধকতা আছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, “ধর্ষণ মামলার চার আসামি কারাগারে আছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আসামিদের নিরাপত্তা শঙ্কা থাকায় তাদের আদালতে হাজির করা যায়নি। রিমান্ড আবেদনের শুনানি করা সম্ভব হয়নি।”